ভয়ঙ্কর সংক্রমণ করোনা নামক এই ভাইরাসের জেরে সারা বিশ্বজুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। কাজকর্ম হারিয়ে দিশেহারা মানুষ এখন গৃহবন্দী।
একই ভয়াবহ পরিস্থিতি চলছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। চ…
ভয়ঙ্কর সংক্রমণ করোনা নামক এই ভাইরাসের জেরে সারা বিশ্বজুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। কাজকর্ম হারিয়ে দিশেহারা মানুষ এখন গৃহবন্দী।
একই ভয়াবহ পরিস্থিতি চলছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। চলছে লকডাউন।
এমতাবস্তায় করোনা মোকাবিলায় সারা দেশ জুড়ে যখন লকডাউন আর সেই সময় দাঁড়িয়ে মাননীয় শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায়, মাননীয় কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ড সত্যব্রত দাস মহাশয়ের উপস্থিতিতে, আমাদের ক্লাব সভাপতি সম্মানীয় প্রদীপ চক্রবর্তী মহাশয় এর সহযোগিতায়, আমাদের অভিযান ক্লাবের উদ্যোগে গ্রামে দু:স্থ পরিবারগুলোর হাতে খাদ্য সামগ্রী ( আলু, পেঁয়াজ, সরিষার তেল, ডাল, সোয়াবিন, বিস্কুট, সাবান, ডাস্টার ) তুলে দেওয়া হল।
গৃহবন্দি অবস্থায় দরিদ্র জনজাতির মানুষগুলির যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে আমাদের এই উদ্যোগ। মানুষগুলো এমন সমস্যার দিনে কিছু খাদ্য সামগ্রী পেয়ে খুবই আপ্লুত।
সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্তভাবে অভাবী মানুষের পাশে দাঁড়াচ্ছেন মানবিক সম্মানীয় আমাদের ক্লাব সভাপতি প্রদীপ চক্রবর্তী মহাশয় সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সেই সঙ্গে মানুষকে নির্ভয় ঘরে থাকার ও লকডাউন কে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
মানুষের পাশে থাকার আমাদের এই প্রয়াস সব সময় আছে এবং থাকবে। ভিডিও দেখতে ক্লিক করুন।

No comments