রাজ্য জুড়ে চলছে লক ডাউন। লক ডাউন ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ঘোষণা হলে পৌরসভা ভোট। তাই এই সময় এ মানুষের কাছে নিজেকে তুলে ধরতে লেগে পড়েছেন কাউন্সিলর চঞ্চল খাঁড়া। রবিবার সকাল থেকেই তমলুক শহরের 16 নম্বর ওয়ার্ডের তৃণমূলের এই কা…
রাজ্য জুড়ে চলছে লক ডাউন। লক ডাউন ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ঘোষণা হলে পৌরসভা ভোট। তাই এই সময় এ মানুষের কাছে নিজেকে তুলে ধরতে লেগে পড়েছেন কাউন্সিলর চঞ্চল খাঁড়া। রবিবার সকাল থেকেই তমলুক শহরের 16 নম্বর ওয়ার্ডের তৃণমূলের এই কাউন্সিলর তার ওয়ার্ড এর বাসিন্দাদের মধ্যে মুরগি বিলি করছেন। এই ওয়ার্ডের 1হাজার বাসিন্দা কে বাড়ি বাড়ি পৌঁছে রান্নার জন্য মুরগি দেওয়া চলছে। যেখানে তৃণমূল এর অন্যান্য কাউন্সিলর রা চাল-ডাল-আলু-পিয়াজ বিলি করছেন বা বিজেপির তরফ থেকে বিভিন্ন ওয়ার্ডে মানুষ কে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র দেওয়া হচ্ছে সেখানে এই উদ্যোগ অভিনব । কিন্তু কেউ মুরগি বিলি ঘিরেই শুরু হয়েছে এলাকাবাসী ও রাজনৈতিক জল্পনা। এলাকাবাসী দের একাংশ মুখ না খুললেও এক পক্ষ এই বিলির তীব্র সমালোচনা করেছেন। এছাড়া এই ঘটনা কে ঘিরে তীব্র সমালোচনা করেছে জেলা বিজেপি নেতৃত্ব। ওই একই ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক সমালোচনা করে বলেন যেখানে মানুষ ঠিকমতো রেশন পাচ্ছেন না সেখানে চলছে মুরগী বিলি। বিজেপি মহিলা মোর্চার নেত্রী তনুশ্রী নায়েক এই দিনগুলোতে মানুষ কে ত্রান তুলে দিচ্ছেন তিনিও এই ঘটনা কে ভোটের স্বার্থে রাজনীতি করছে বলে সমালোচনা করেন।
No comments