কোলাঘাট ব্লকের বড়িষা গ্রামে বিজেপির উদ্যোগে আয়োজিত হলো করেনা সম্পর্কে সচেতনতা শিবির। এদিন করোনা থেকে নিজেদের রেহাই পাওয়ার জন্য কি কি সাবধানতা অবলম্বনের প্রয়জন,সে বিষয়ে যেমন জানানো হয়।পাশাপাশি এদিন এলাকার দুঃস্থ ১৫০ মানুষজনদের খ…
কোলাঘাট ব্লকের বড়িষা গ্রামে বিজেপির উদ্যোগে আয়োজিত হলো করেনা সম্পর্কে সচেতনতা শিবির। এদিন করোনা থেকে নিজেদের রেহাই পাওয়ার জন্য কি কি সাবধানতা অবলম্বনের প্রয়জন,সে বিষয়ে যেমন জানানো হয়।পাশাপাশি এদিন এলাকার দুঃস্থ ১৫০ মানুষজনদের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় এছাড়া তুলে দেওয়া হয় মাস্ক।এদিনের এই সহায়তাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দেবব্রত পট্টনায়েক,রনজিৎ ভট্টাচার্য্য সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।
No comments