রাজেশ শাসমল হলদিয়া ঃ সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস (নোবেল করোনা)।যার জেরে গোটা দেশে টানা লকডাউন চলছে। এবং অন্যান্য রাজ্য গুলির মতো এরাজ্যের বুকেও থাবা বসিয়েছে করোনা।যার জেরে সবাই এখন ঘরবন্দি এবং র…
রাজেশ শাসমল হলদিয়া ঃ সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস (নোবেল করোনা)।যার জেরে গোটা দেশে টানা লকডাউন চলছে। এবং অন্যান্য রাজ্য গুলির মতো এরাজ্যের বুকেও থাবা বসিয়েছে করোনা।যার জেরে সবাই এখন ঘরবন্দি এবং রীতিমতো আতঙ্কিত।এই পরিস্থিতিতে দ্ররিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বহু ক্লাব,স্বেচ্ছাসেবী সংগঠন।তারা দিন আনি দিন খাই অসহায় মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্ৰী তুলে দিচ্ছেন।কেউ আবার দুপুরে রান্না করে সাধারণ মানুষকে বসিয়ে পাত পেড়ে খাওয়াচ্ছেন।এই ছবি সমগ্ৰ জেলা জুড়েই ধরা পড়ছে।আজ
হলদিয়া চৈতন্যপুর ভারত সেবাশ্রম সংঘের আয়োজনে আজ প্রায় এক হাজার দ্ররিদ্র ও অসহায় মানুষকে দুপুরে নৈশ্য ভোজ করানো হয়।সহযোগিতা করেন চৈতন্যপুর নিউস্টার ক্লাবের সদস্যবৃন্দ।
No comments