হলদিয়ার উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত মানুষেরা... 2014 সালের 29 শে অক্টোবর থেকে টানা দিনরাত্রি (24ঘন্টা) অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছে হলদিয়া পোর্টের জওহরটাওয়ার এর সামনে.... তাঁদের মূল দাবি.... পোর্ট কতৃপক্ষকে উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত…
হলদিয়ার উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত মানুষেরা... 2014 সালের 29 শে অক্টোবর থেকে টানা দিনরাত্রি (24ঘন্টা) অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছে হলদিয়া পোর্টের জওহরটাওয়ার এর সামনে.... তাঁদের মূল দাবি.... পোর্ট কতৃপক্ষকে উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজনকে হলদিয়া পোর্টে কাজ দিতে হবে l... এখনো পযন্ত পোর্ট কতৃপক্ষ এ দাবি না মানায়... করোনা মহামারীর নিয়মনীতি মেনে তিন থেকে চারজন লাগাতর অবস্থান-আন্দোলন কর্মসূচী পালন করছে l... করোনা মহামারির কারণে এঁদেরও খাদ্য সামগ্রীর অভাব দেখা দিয়েছে l... খবর পাওয়ার সাথে সাথেই সিপিআই(এম) হলদিয়া দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে উনাদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় l
No comments