Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে সরকারি মদের দোকানে ভাঙচুর চালাল গ্ৰামের মহিলারা

নিজস্ব সংবাদতমলুক:পূর্ব মেদিনীপুরঃ লক ডাউন এর সময় লুকিয়ে মদ বিক্রি। হদিস পেয়ে স্থানীয় মহিলারা ভেঙে নষ্ট করে দিলো দেশি মদের ঠেক।।
রাজ্য সরকারের নির্দেশে সরকারি মদের দোকান সমস্ত বন্ধ রয়েছে।তা সত্ত্বেও চড়া দামে বিভিন্ন জায়গা…




নিজস্ব সংবাদতমলুক:পূর্ব মেদিনীপুরঃ লক ডাউন এর সময় লুকিয়ে মদ বিক্রি। হদিস পেয়ে স্থানীয় মহিলারা ভেঙে নষ্ট করে দিলো দেশি মদের ঠেক।।
রাজ্য সরকারের নির্দেশে সরকারি মদের দোকান সমস্ত বন্ধ রয়েছে।তা সত্ত্বেও চড়া দামে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে দেশি মদ। তমলুক সদর শহর লাগোয়া নকিবসান গ্রামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে লুকিয়ে মদের ব্যবসা করে যাচ্ছে। বিশেষ করে লকডাউন এর সময় সমস্ত মদের দোকান বন্ধ থাকলেও ওই গ্রামে কিভাবে মদ আসছে তা এলাকার মানুষ বুঝে উঠতে পারছে না। মঙ্গলবার সকালে নকীবসান গ্রামের মহিলারা মদের ঠেকে গিয়ে সমস্ত মদ বের করে নষ্ট করে দেয়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ যায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মদ বিক্রেতা। তমলুক থানার পুলিশ তদন্ত করে দেখছে। লক ডাউন এর সময় কিভাবে এতো এত মদ এলাকায় এলো।

No comments