বর্তমান করোনা আতঙ্কের যেরে দেশজুড়ে লক ডাউনের সময় সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, ও তা মেনে চলছে সমস্ত রাজ্য সরকার গুলিও, রুজি রোজগার বন্ধের ফলে পেটে টান পড়েছে সাধারন খেটে খাওয়া মানুষের। পুলিশ প্রশাসন থেকে …
বর্তমান করোনা আতঙ্কের যেরে দেশজুড়ে লক ডাউনের সময় সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, ও তা মেনে চলছে সমস্ত রাজ্য সরকার গুলিও, রুজি রোজগার বন্ধের ফলে পেটে টান পড়েছে সাধারন খেটে খাওয়া মানুষের। পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এমনকি রাজনৈতিক সংগঠনও এগিয়ে এসেছে এই সকল দুঃস্থ মানুষের সেবাই। এরকমই আজ মহিষাদল যুব মোর্চার উদ্যোগে মহিষাদলের কিসমৎ নাইকুন্দি অঞ্চলের বিভিন্ন গ্রামের ২০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সদস্য সুন্দরানন্দ গুরিয়া, মন্ডল সভাপতি সৌরভ বাগ, যুব সভাপতি দিগ্বিজয় পাল ও অমিত রানা।
No comments