Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রণবানন্দ উন্নয়ন সমিতি

তুহিন শুভ্র আগুয়ান; হলদিয়াঃ* লকডাউন! বর্তমানে এই নামটা শুনলেই মনের মধ্যে কেমন যেন করোনার আতঙ্ক গ্রাস করে সকলের মনে। যারফলে এখন ঘরবন্দি মানুষ অন্ন জোগাতে হিমসিম খাচ্ছেন। কিন্তু এর মাঝেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় …



তুহিন শুভ্র আগুয়ান; হলদিয়াঃ* লকডাউন! বর্তমানে এই নামটা শুনলেই মনের মধ্যে কেমন যেন করোনার আতঙ্ক গ্রাস করে সকলের মনে। যারফলে এখন ঘরবন্দি মানুষ অন্ন জোগাতে হিমসিম খাচ্ছেন। কিন্তু এর মাঝেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিল মহিষাদলের স্বেচ্ছাসেবী সংস্থা প্রণবানন্দ উন্নয়ন সমিতি। গোটা দেশজুড়ে যখন লকডাউন জারি করা হয়েছে ঠিক সেই সময় প্রত্যন্ত গ্রামে গঞ্জের গরীব দুস্থ, না খেতে পাওয়া মানুষদের পাশে এসে দাঁড়ালো এই সংস্থা। গোটা দেশে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও সংস্থার এমন মানবিকতা দেখে এখন খুশি গরিব থেকে ধনী সকল স্তরের মানুষ।
গোটা রাজ্যে লকডাউন চলছে। দোকানপাট থেকে যান চলাচল সমস্ত কিছুই একেবারে বন্ধ। সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোনোর জন্যও আবেদন জানানো হচ্ছে। নিজেদের সঞ্চিত পুঁজি নিয়ে দেদার রাজার হালে দিন কাটাচ্ছেন সমাজের ধনী ব্যক্তিরা। কিন্তু গরিবরা? আর তাদের কথা ভেবেই এবার মানবিকতার পরিচয় দিল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের প্রণবানন্দ উন্নয়ন সমিতি। গত কয়েকদিন ধরে লকডাউন চলায় অনেকেরই একেবারে না খেতে পাওয়ার মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ওদের কেউবা ভিক্ষাবৃত্তি করে, আবার কেউবা দিনমজুরের কাজ করে। কিন্তু লকডাউনের ফলে সকলেই একেবারে কর্মহীন। হাতে টাকা-পয়সা বলেও তেমন কিছু নেই। ফলে এক বেলা খেয়ে অন্য বেলা উপোস করে দিন কাটছে ওদের। তাই সমাজের এই সমস্ত গরীব দুঃখী মানুষের কথা ভেবে তাদের খাদ্য সরঞ্জাম তুলে দিয়ে মানবিকতার নজির গড়লো মহিষাদলের এই সংস্থা। সোমবার মহিষাদল সংস্থার পক্ষ থেকে মহিষাদল ব্লকের বিভিন্ন গরিব দুঃখী মানুষদের হাতে খাদ্য সরঞ্জাম তুলে দেয় সংস্থার সম্পাদক প্রসেনজিৎ সামন্ত সহ অন্যান্য সদস্য- সদস্যারা। যে সমস্ত বয়স্ক গরিব মানুষদের পায়ে হাঁটার ক্ষমতা পর্যন্ত নেই তাদের বাড়ি গিয়েই খাদ্য সরঞ্জাম পৌঁছে দেয় তারা। প্রণবানন্দ উন্নয়ন সমিতির সম্পাদক জানান, "কোনো মানুষ না খেতে পেলে আমাদের জানান। আমরা তাদের খাদ‍্য জোগানোর ব্যবস্থা করব। আমরা সবসময়ই সাধারণ মানুষের পাশে রয়েছি"
সবমিলিয়ে সংস্থার এই ধরনের উদ‍্যোগে মানবিকতার পরিচয়ে এখন খুশি সকলে।

No comments