কাঁথি ১ নং ব্লকের অন্তর্গত ৪নং রাইপুর অঞ্চলের বাধিয়া গ্রামে কিছু যুবক ছেলে মানুষের ঘরে ঘরে শাক সবজি পৌঁছে দেয় । কারো বয়স ২০ বা কারো ২২, এরা নিজেদের জমানো টাকা দিয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ১২০ টি পরিবারের…
কাঁথি ১ নং ব্লকের অন্তর্গত ৪নং রাইপুর অঞ্চলের বাধিয়া গ্রামে কিছু যুবক ছেলে মানুষের ঘরে ঘরে শাক সবজি পৌঁছে দেয় । কারো বয়স ২০ বা কারো ২২, এরা নিজেদের জমানো টাকা দিয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ১২০ টি পরিবারের হাতে চাল, ডাল,আলু,পেঁয়াজ, কুমড়ো ও অন্যান্য জিনিস পৌঁছে দেয়। পাশ্ববর্তী দুটি গ্রাম্য সবজি বাজার বন্ধ থাকার জন্য এরা বাড়ি , বাড়ি জিনিসপত্র পৌঁছে দেয়। এজন্য গ্রাম্য মহিলারা খুব খুশী। এদের মধ্যে সুরজ আলি খান, আহমেদ আলি খান,সেক আসিরুল উদ্দীন ও আবু তাহের । সেক আসিরুল জানিয়েছেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। গ্রামের কিছুজন বলছেন অঞ্চলের একজন বিশিষ্ট সমাজসেবী এই ছেলেদের মাধ্যমে গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
No comments