হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত ডালিম্বচক গ্রাম। বিদ্যাসাগর ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজো এবছর ছিল বর্ষ পুজোর প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু সরকার লকডাউন ঘোষণা করেন পুজো হলে ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দে…
হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত ডালিম্বচক গ্রাম। বিদ্যাসাগর ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজো এবছর ছিল বর্ষ পুজোর প্রস্তুতি প্রায় শেষ। কিন্তু সরকার লকডাউন ঘোষণা করেন পুজো হলে ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পুজোর বরাদ্দ কমিয়ে সেই টাকা গরিব মানুষদের প্রতি ত্রাণ সামগ্রী হিসেবে বিলিবন্টন করা সিদ্ধান্ত নেয় ক্লাব কমিটি।এ বর্ষ ছিল বড় বাজেটের অনুষ্ঠানের আয়োজন ছিল সেই অর্থ দিয়ে যারা দিনমজুরি , অসহায় ও দরিদ্র পরিবার তাদের হাতে চাল, ডাল, তেল, সোয়াবিন, স্যানিটাইজার, মাক্স , সাবান তুলে দেন । ক্লাব কমিটির সম্পাদক প্রণব সান্ধকী ও সভাপতি প্রবীর সামন্ত জানালেন। ভিডিও দেখতে ক্লিক করুন।

No comments