রাজ্জ্য করোনা ভাইরাসের জন্য লক ডাউন।সারা পৃথিবী ব্যাপী এই মারণ ভাইরাসে কেউ আক্রান্ত।আবার কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।আবার অনেকে সারা পৃথিবী বেপি কোনো দেশে বেশি কোনো দেশে কম এই মারণ করোনা ভাইরাস কোভিড 19 এ মারা গেছেন।তাই মারা …
রাজ্জ্য করোনা ভাইরাসের জন্য লক ডাউন।সারা পৃথিবী ব্যাপী এই মারণ ভাইরাসে কেউ আক্রান্ত।আবার কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।আবার অনেকে সারা পৃথিবী বেপি কোনো দেশে বেশি কোনো দেশে কম এই মারণ করোনা ভাইরাস কোভিড 19 এ মারা গেছেন।তাই মারা যাওয়া মানুষদের প্রতি নিউজ টুডের পক্ষ থেকে তাঁদের আত্মার প্রতি শান্তি কামনা করে। কিন্তু দেশের প্রধান মন্ত্রী সহ সমস্থ রাজ্যর মুখ্যমন্ত্রীর রা যে ভাবে করোনা মোকাবিলায় লক ডাউন করেছেন তা সাধারণ জনসাধারণের স্বার্থের কথা মাথায় রেখে।বাড়ির বাইরে কেউ বেরোবেন না।মুখে মাস্ক পরুন।সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন।খুব দরকার না হলে বাড়ির বাইরে বের হবেন না।মানুষ যাতে ভালো থাকেন,সুস্থ থাকেন তাঁর আবেদন বার,বার দিয়েই রাজ্যবাসীর কাছে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন।শুধু তাই নয় যে সমস্থ জেলা গুলোতে করোনা আক্রান্ত হয়েছেন কিছু মানুষ সেই সব জেলা গুলি হটস্পট ঘোষণা ও করা হয়েছে।তাই এগরাতে ও একটি বিয়ে বাড়ি কে কেন্দ্র করে কিছু মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন।এখন সবাই ভালো আছেন।যে যার বাড়িতে আছেন।কিন্তু রাজ্য সরকারের তৎপরতায় যাতে মানুষজন আরো সাবধানতা অবলম্বন করতে পারেন তার জন্য হটস্পট ঘোষণা হয়।জারি হয় রেড এলার্ড। এগরা থানা এলাকা সিল করে দেয়া পুলিশ প্রশাসন, ও মহকুমা প্রশাসনের দ্বারা।রাত দিন এক করে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এগরা শহর কে নাকা চেকিং শুরু করেন।নাকা চেকিং দিনে রাতে চলছে সব সময়।এগরা মহকুমা শাসক অপ্রতিম ঘোষ।এগরার এসডিপিও সেক আক্তার আলী।এগরার সার্কেল ইন্সপেক্টর দেবাশীষ সরকার এবং এগরা থানার ওসি কাশীনাথ চৌধরী প্রশাসনিক নেতৃতে চলছে নাকা চেকিং।তবে এগরার বাইরে কাউকে যেতে দেয়া হচ্ছে না খুব দরকার না হলে।আর বাইরে থেকে কাউকে আসতে দেয়া হচ্ছেনা এগরা শহরে।
No comments