খেজুরি ২ ব্লকের সাথে মহকুমা শহর কাঁথির যোগাযোগের অন্যতম মাধ্যম জলপথ। বোগা থেকে কাঁথি ভায়া হেঁড়িয়া হয়ে স্থলপথে প্রায় দেড় ঘন্টা সময় লাগে,খরচও বেশি।সম্প্রতি দেশজুড়ে করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন।১৫ই এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন।লকড…
খেজুরি ২ ব্লকের সাথে মহকুমা শহর কাঁথির যোগাযোগের অন্যতম মাধ্যম জলপথ। বোগা থেকে কাঁথি ভায়া হেঁড়িয়া হয়ে স্থলপথে প্রায় দেড় ঘন্টা সময় লাগে,খরচও বেশি।সম্প্রতি দেশজুড়ে করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন।১৫ই এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন।লকডাউনের জেরে ঘরবন্দি সকলেই।সরকারি নির্দেশ অনুযায়ী বন্ধ ফেরি পরিষেবা।তবে মঙ্গলবার খেজুরি-২ ব্লক প্রশাসনের তরফে জরুরি পরিস্থিতিতে ফেরি পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

No comments