বাজারে ভিড় এড়াতে লক্ষণরেখা টেনে ছিল পুলিশ প্রশাসন,তবে সেই লক্ষণরেখাকে না মেনে বৃহস্পতিবার সকালে মানুষের ভিড় চোখে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খড়ুই বাজারে।খড়ুই বাজারের বাসস্ট্যান্ডের কাছে এই বাজারে নিত্যদিনের মত মানুষ…
বাজারে ভিড় এড়াতে লক্ষণরেখা টেনে ছিল পুলিশ প্রশাসন,তবে সেই লক্ষণরেখাকে না মেনে বৃহস্পতিবার সকালে মানুষের ভিড় চোখে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খড়ুই বাজারে।খড়ুই বাজারের বাসস্ট্যান্ডের কাছে এই বাজারে নিত্যদিনের মত মানুষের ভিড় চোখে না পড়লেও ছোট ছোট জমায়েত রয়েছে বাজারের সর্বত্রই।যদিও সেই জমায়েত এড়ানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন।
No comments