Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা ভূমির" উদ্যোগে চাল ডাল আলু পেঁয়াজ সোয়াবিন সাবান এই সমস্ত খাদ্য সামগ্রী দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।

অসহায় মানুষের পাশে "সুতাহাটা ভূমি"।
এই বছর পৃথিবীর বুকে এক চরম অসুখের নাম হলো করোনা ভাইরাস। এই ভয়ঙ্কর সংক্রমণ করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বজুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্…







 অসহায় মানুষের পাশে "সুতাহাটা ভূমি"।
এই বছর পৃথিবীর বুকে এক চরম অসুখের নাম হলো করোনা ভাইরাস। এই ভয়ঙ্কর সংক্রমণ করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বজুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। কাজকর্ম হারিয়ে দিশেহারা মানুষ এখন গৃহবন্দী। সারা ভারতবর্ষ জুড়েও একই ভয়াবহ পরিস্থিতি চলছে। চলছে লকডাউন।
দিনে দিনে সমাজের অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে। এমতাবস্থায় ঠিক এই ভয়াবহ সময়ে দাঁড়িয়ে সেই সব অসহায় মানুষদের সাহায্য করার জন্য "সুতাহাটা ভূমি" তাদের প্রবল ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে এসেছে।
বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী যেমন চাল, আলু ,পিয়াজ, ডাল, সোয়াবিন, সাবান, ইত্যাদি বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে তুলে দেয় "সুতাহাটা ভূমি" পরিবারের সৈনিকরা।
কিছু মানুষের আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় দ্রব্য উপকরণ সাহায্যের মাধ্যমেই আমাদের সুতাহাটা ভূমি তার মানবসেবা কে এগিয়ে নিয়ে চলেছে।
গৃহবন্দি অবস্থায় দরিদ্র জনজাতির মানুষগুলির যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে আমাদের এই উদ্যোগ।
সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্তভাবে অভাবী মানুষের পাশে দাঁড়াচ্ছে "সুতাহাটা ভূমি" পরিবারের প্রত্যেকটি সদস্যবৃন্দ। সেই সঙ্গে মানুষকে নির্ভয়ে ঘরে থাকার ও লকডাউন কে মেনে চলার পরামর্শ দেয়া হয়
মানুষের পাশে থাকার এই প্রয়াস ও প্রবল ইচ্ছাশক্তি নিয়েই "সুতাহাটা ভূমি" আগামী দিন এগিয়ে যাবে।
 ধন্যবাদ সবাইকে।




 "

No comments