এগরা :পূর্ব মেদিনীপুরঃ করোনার জেরে মঙ্গলবার থেকে দেশজুড়ে চলছে লকডাউন। ফলে কাজ হারাচ্ছেন বহু মানুষ। বাড়িতে বসে দিন কাটছে তাদের। দিন আনি দিন খাই পরিবারগুলি তাই লকডাউনের মধ্যে অভুক্ত থাকছেন। অসহায় সেই সব মানুষদের মুখে খাবার তুলে…
এগরা :পূর্ব মেদিনীপুরঃ করোনার জেরে মঙ্গলবার থেকে দেশজুড়ে চলছে লকডাউন। ফলে কাজ হারাচ্ছেন বহু মানুষ। বাড়িতে বসে দিন কাটছে তাদের। দিন আনি দিন খাই পরিবারগুলি তাই লকডাউনের মধ্যে অভুক্ত থাকছেন। অসহায় সেই সব মানুষদের মুখে খাবার তুলে দিতে এবার এগিয়ে এল এগরার ক্লাব ব্রাইড হোপ।বহু মানুষের মুখে খাবার তুলে দিতে তাঁরা চাল, ডাল, আলু-সহ অন্যান্য দ্রব্য তুলে দিলেন দুস্থ ও গরিব মানুষদের হাতে।
সমাজ আজ অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু তাও সমাজের কাছে এখনও হেনস্তার শিকার হতে হয়
অসহায় মানুষদের।তাই তাদের কথা ভেবে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভা এলাকায় দুঃস্থদের হাতে এই সমস্ত খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।এই দুঃসময়ে খাদ্যশস্য পেয়ে খুশি গরীব মানুষরাও।তাছাড়া সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ।
সংস্থা সূত্রে জানা গিয়েছে , “মানুষ প্রচণ্ড অসহায় অবস্থার মধ্যে দিনযাপন করছে। বহু মানুষ কাজ হারিয়ে আজ বাড়িতে বসে আছেন।কিন্তু তাই বলে আমরা থেমে নেই। বহু মানুষ আজ আমাদের থেকে অনেক বেশি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। না খেয়ে পড়ে আছেন রাস্তার পাশে ফুটপাতে। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ। তবে আরও বেশি মানুষকে দিতে পারলে ভাল হতো।”
No comments