তমলুকের নিজ়ামউদ্দিন থেকে আসা তমলুকের এক যুবককে হাসপাতালে নিয়ে আসতে গিয়ে এলাকার কয়েকজনের হাতে আক্রান্ত হলেন চার স্বাস্থ্যকর্মী ও গাড়ির চালক । গতকাল ঘটনাটি ঘটে। খবর পেয়ে তমলুক থানার পুলিশ জখমদের উদ্ধার করে। এরপর প্রায় 24 ঘণ্…
তমলুকের নিজ়ামউদ্দিন থেকে আসা তমলুকের এক যুবককে হাসপাতালে নিয়ে আসতে গিয়ে এলাকার কয়েকজনের হাতে আক্রান্ত হলেন চার স্বাস্থ্যকর্মী ও গাড়ির চালক । গতকাল ঘটনাটি ঘটে। খবর পেয়ে তমলুক থানার পুলিশ জখমদের উদ্ধার করে। এরপর প্রায় 24 ঘণ্টা কেটে গেলেও এখনও পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের নাগালের বাইরে ওই যুবক । এদিকে ওই যুবকের হদিস না মেলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।এদিকে দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিতে যাওয়া হলদিয়ার দুই যুবক কোরোনায় আক্রান্ত হয়েছেন । বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে পাঁশকুড়া কোরোনা হাসপাতালে । নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন তমলুকের ওই যুবকও । 18 মার্চ বাড়ি ফেরার পর এখনও তিনি স্বাস্থ্য পরীক্ষা করাননি বলে জানা গেছে । গতকাল তাঁকে হাসপাতলে নিয়ে আসার জন্য এলাকায় যান চার স্বাস্থ্যকর্মী ও এক গাড়ি চালক । তখনই এলাকার কয়েকজনের হাতে আক্রান্ত হন তাঁরা । ভেঙে দেওয়া হয় গাড়ি ।পরে পুলিশের তৎপরতায় জখমদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভরতি করা করা হয় । ঘটনার পর কেটে গেছে একদিন । কিন্তু এখনও খোঁজ মেলেনি নিজ়ামউদ্দিন ফেরত ওই যুবকের । এদিকে ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের । আতঙ্কিত এলাকার বাসিন্দারাও । এই বিষয়ে তমলুকের এক পুলিশ আধিকারিক বলেন, "ওই যুবকের এখনও হদিস মেলেনি । আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি । আশা করি, তাঁকে নাগালে পাওয়া যাবে ।"

No comments