মহিষাদল পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মাননীয় রাখাল চন্দ্র মন্ডলের পুত্র শ্রী রাকেশ মন্ডল ( কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখায় কর্মরত) এর গতকাল COVID -19 টেষ্ট এর #নেগেটিভ রেজাল্ট এসেছে। মহিষাদল বাসী আপনাদের কা…
মহিষাদল পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মাননীয় রাখাল চন্দ্র মন্ডলের পুত্র শ্রী রাকেশ মন্ডল ( কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখায় কর্মরত) এর গতকাল COVID -19 টেষ্ট এর #নেগেটিভ রেজাল্ট এসেছে। মহিষাদল বাসী আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা গুজবে কান দেবেন না। অযথা বিভ্রান্ত হবেন না। মহিষাদল কে করোনা মুক্ত রাখতে আপনাদের সকলের সহযোগিতা একান্তই কাম্য। বাড়িতে থাকুন লকডাউন মেনে চলুন।
বিনীত
শ্রী তিলক কুমার চক্রবর্তী
সহ-সভাপতি
মহিষাদল পঞ্চায়েত সমিতি
পূর্ব মেদিনীপুর
৭২১৬২৮
ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments