Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রক্তের চাহিদা মেটাতে দিঘায় পুলিশের উদ্যোগে রক্তদান শিবির

গ্রীষ্ম কাল পড়তেই রক্ত সংকট দেখা দেয় সারা রাজ্য জুড়ে। এর উপর চলছে করোনা মহামারীর জন্য লকডাউন সারা দেশ জুড়ে। তারই ফলে কোন ক্লাব বা সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক…



গ্রীষ্ম কাল পড়তেই রক্ত সংকট দেখা দেয় সারা রাজ্য জুড়ে। এর উপর চলছে করোনা মহামারীর জন্য লকডাউন সারা দেশ জুড়ে। তারই ফলে কোন ক্লাব বা সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক থানা  আয়োজন করছে রক্তদান শিবির। বৃহস্পতিবার দিঘা থানার উদ্যোগে এক বেসরকারি হোটেলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন ডিএসপি (ইউ টি) ঈপ্সিতা দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন দিঘার সিআই সুজয় মুখ্যার্জী, দিঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু প্রধান, রামনগর-১ ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, সমাজসেবী কমল আদক ও তপন মাইতি- সহ বিশিষ্টজনেরা।

No comments