নাতির অন্নপ্রাসনে অতিথি ডেকে না খাইয়ে গরীব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো।কাঁথি থানার পুলিশ আধিকারীক রবি গ্রাহিকারের হাত দিয়ে এই খাদ্য সামগ্রী বিলি অনুষ্ঠানের সূচনা হয় ।৩০০ জনের হাতে চাল-মুড়ি-সোয়াবিন-ডাল-আলু-পেঁয়াজ ও সরিষ…
নাতির অন্নপ্রাসনে অতিথি ডেকে না খাইয়ে গরীব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো।কাঁথি থানার পুলিশ আধিকারীক রবি গ্রাহিকারের হাত দিয়ে এই খাদ্য সামগ্রী বিলি অনুষ্ঠানের সূচনা হয় ।৩০০ জনের হাতে চাল-মুড়ি-সোয়াবিন-ডাল-আলু-পেঁয়াজ ও সরিষা তেল এর একটা প্যাকেট তুলে দেওয়া হয়।
কাঁথি পৌরসভার আঠিলাগড়ির বাসিন্দা ব্যাবসায়ী সুভাষ জানার পুত্রবধূ গত ছয়-সাত মাস আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।সেই সন্তানের রবিবার ছিলো অন্ন প্রাসন।বাড়িতেই মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে।তবে এই অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন না করে স্থানীয় এলাকার প্রায় ৩০০ জন দু:স্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী বিলির উদ্যোগ নেন ।এলাকার মুন্ডমারি দূর্গোৎসব কমিটির পরিচালনায় এই সামগ্রী বিলি করা হয় ।
অক্ষয় তৃতীয়ার দিন সকালে মুন্ডমারি কালী মন্দির প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিলি অনুষ্ঠানে পুলিশ আধিকারীর রবি গ্রাহিকার ছাড়াও সমাজসেবী অনিলবরন মিশ্র সহ অন্যান্য বিশিষ্ঠ মানুষ এবং জানা পরিবারের সদস্যরা হাজির ছিলেন।
সুভাষ জানা বলেন এখন চারিদিকে হাহাকার চলছে।এর মধ্যে কিছু মানুষকে বাড়িতে ডেকে ভুরিভোজ খাওয়াতে মন চায়নি তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।মুন্ডমারি দুর্গোৎসব পুজা কমিটির সম্পাদক তথা এলাকার প্রাক্তন কাউন্সিলার জগদীশ দিন্ডা জানিয়েছেন সুভাষ বাবুর পরিবার থেকে এই প্রস্তাব পাওয়ার পরে আমরা আনন্দিত হয়েছিলাম।বলেন বাড়িতে ভুরিভোজ না খাইয়ে এতোগুলো গরীব মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত মানবিকতার পরিচয় দিয়েছে জানা পরিবার।জগদীশ বাবু ও তাঁর পুজা কমিটির বাকী সদস্যরা সুভাষ জানার নাতির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছেন।
No comments