Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

রক্তদান ও জীবন দান কারোর অজানা নয় রক্তের শংকর যাতে দেখা না দেয় তার জন্য পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ এর মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তের সংকট মোচনে রক্তদান শিবিরের আয়োজন হয়।
বৃহস্পতিবার বালিঘাই হাইস্কুলে আয়োজিত …



রক্তদান ও জীবন দান কারোর অজানা নয় রক্তের শংকর যাতে দেখা না দেয় তার জন্য পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ এর মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তের সংকট মোচনে রক্তদান শিবিরের আয়োজন হয়।
বৃহস্পতিবার বালিঘাই হাইস্কুলে আয়োজিত শিবিরে ৩০ জন  দাতা ওনাদের মূল্যবান রক্ত দান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাডব্যাংক রক্ত সংগ্রহ করে। নিজেদের মূল্যবান রক্তদান করতে অনেক দাতা এই এগিয়ে এসেছিলেন কিন্তু এগরা ব্লাড ব্যাংক ৩০ জনের বেশির রক্ত নিতে পারবেন না জানিয়ে দেন ।

রক্তদাতা ও মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি সংবাদ মাধ্যমকে জানান সামাজিক দূরত্ব বজায় রেখে, হাত স্যানিটাইজ করে সকলে অংশগ্রহণ করে। বর্তমানে রক্তের যে সমস্যা তা দূর করতে এই উদ্যোগ নিয়েছেন তারা। তিনি এক্ষেত্রে যুবক দের এগিয়ে আসার অনুরোধ জানান। সঙ্গে উনিও নিজের মূল্যবান রক্ত দান করেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, এগরা-২ ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, দলের যুব সভাপতি রাজকুমার দুয়ারী, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ-প্রধান প্রকাশ রায়চৌধুরী, মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনর ও প্রাক্তন কর্মাধ‍্যক্ষ শেখ আইজাদ হোসেন, মির্জা নাসের হোসেন বেগ, নিধুরাম গিরি,ব্লক আইএনটিটিইউসির সভাপতি সুধাকান্ত বারিক, মহকুমা পরিবহন নেতৃত্ব চন্দ্রশেখর রায়, চন্দন জানা, স্বপন পাত্র, ছবিতা শাসমল, তাপসী মাইতি , ঝর্ণা জানা প্রমুখ। দলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীপতি প্রধান জানান এক দিকে প্রচণ্ড গরম অন্যদিকে করোনা আবহে ব্লাড ব্যাংক গুলি রক্তশূন্যতায় ভুগছে। প্রসূতি, থ্যালাসেমিয়া রোগীসহ সাধারণ মানুষ রক্ত সমস্যায় ভুগছিলেন, সব কথা মাথায় রেখে দলের এমন সিদ্ধান্ত । স্বাস্থ্যবিধি মেনে রক্ত দাতাগণ এই শিবিরে উপস্থিত হয়ে সহযোগিতা করায় তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

No comments