রেশন সামগ্রী উড়িষ্যা পাচার করার সময় হাতেনাতে পাকড়াও করল দীঘা থানার পুলিশ। সোমবার রামনগর থেকে পিকআপ ভ্যানে করে পশ্চিমবঙ্গ সরকারের লেভেল মারা রেশন সামগ্রী উড়িষ্যা রাজ্যের সময় দীঘা বর্ডারের কাছে ধরা পড়ে পিকআপ ভ্যানটি। সেই সঙ্…
রেশন সামগ্রী উড়িষ্যা পাচার করার সময় হাতেনাতে পাকড়াও করল দীঘা থানার পুলিশ। সোমবার রামনগর থেকে পিকআপ ভ্যানে করে পশ্চিমবঙ্গ সরকারের লেভেল মারা রেশন সামগ্রী উড়িষ্যা রাজ্যের সময় দীঘা বর্ডারের কাছে ধরা পড়ে পিকআপ ভ্যানটি। সেই সঙ্গে পিকআপ ভ্যানে ড্রাইভার সুধাং শেটি সহ উড়িষ্যা ভগড়াই অরুণ চাঁদ যিনি মাল্টি কিনেছিলেন বলে দাবি করেছেন পুলিশ আটক করে।পরে পুলিশ তদন্তে নেমে রামনগর মান্দার থেকে সন্তোষ মন্ডল নামে আঁটা কলের মালিককে আটক করেন। মঙ্গলবার ধৃত তিন জনকে কাঁথি আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হবে।
No comments