Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিল্লী যুবক ৯ দিন ধরে সাইকেল চালিয়ে শ্বশুরবাড়িতে এসে ও থাকতে হল নজরদারিতে

জুনপুট কোস্টাল থানার অন্তর্গত কাঁথি 1 নম্বর ব্লকের করঞ্জি গ্রাম । এই গ্রামেরই এক মেয়ের সাথে গত সাত বছর আগে বিয়ে হয় দিল্লী নিবাসী এই যুবকের সাথে। গত ছয় মাস আগে এই যুবকের স্ত্রী ও তার মেয়ে গত ছয় মাস আগে তার বাপের বাড়ি জুনপু…



জুনপুট কোস্টাল থানার অন্তর্গত কাঁথি 1 নম্বর ব্লকের করঞ্জি গ্রাম । এই গ্রামেরই এক মেয়ের সাথে গত সাত বছর আগে বিয়ে হয় দিল্লী নিবাসী এই যুবকের সাথে। গত ছয় মাস আগে এই যুবকের স্ত্রী ও তার মেয়ে গত ছয় মাস আগে তার বাপের বাড়ি জুনপুটে মাজিলাপুটে  চলে আসেন । মেয়ে ও স্ত্রীর কাছে আসার জন্য লকডাউন এর মাঝেই ৯ দিন ধরে সাইকেল চালান এবং রবিবার সন্ধের সময় পৌঁছান শ্বশুরবাড়িতে। সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসীরা ওই বাড়ি বিক্ষোভ দেখাতে থাকে।ঘটনাস্থলে পৌঁছান কাঁথি ১  নম্বর ব্লকের বিডিও ও জুনপুট কোস্টাল থানার  পুলিশ।গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন । কিন্তু গ্রামবাসীরা তাদের দাবিতেই ছিল কোন মানতে চায়নি।ওই যুবককে পুলিশ ওই যুবককে নিয়ে গ্রাম ছাড়েন। বর্তমানে ব্লক প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে ওই যুবককে।

No comments