শুভম সিং:এগরা:পূর্ব মেদিনীপুরঃকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ জুড়ে চলছে লকডাউন।আর তার মাঝে বুধবার দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী ও ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে এগিয়ে এল এগরা থানার সিভিক ভলেন্টিয…
শুভম সিং:এগরা:পূর্ব মেদিনীপুরঃকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ জুড়ে চলছে লকডাউন।আর তার মাঝে বুধবার দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী ও ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে এগিয়ে এল এগরা থানার সিভিক ভলেন্টিয়ারেরা।এদিন এগরা পুরসভা এলাকার দুস্থ মানুষের কাছে আলু,চাল ডাল,মুড়ি দিয়ে সহযোগিতার হাত বাড়ালেন সিভিক ভলেন্টিয়াররা।তাছাড়া এদিন খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি তাদের বাড়ির মধ্যে থাকার উপদেশ দেন তারা। সিভিক ভলেন্টিয়ারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিভিক ভলেন্টিয়ার সত্যজিৎ পাত্র,মিন্টু মাইতি,
দেবশঙ্কর মাইতি, মানিকলাল মাইতি, স্বপন গিরি সহ অন্যান্যরা।

No comments