লকডাউনের জেরে বিভিন্ সংগঠন ভিড় এড়াতে বন্ধ করে দিতেছে রক্ত দান শিবির । তাই রক্ত সংকট মেটাতে এইদিন কাঁথিমহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী প্রথম রক্ত দান করে উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য, মহকুম…
লকডাউনের জেরে বিভিন্ সংগঠন ভিড় এড়াতে বন্ধ করে দিতেছে রক্ত দান শিবির । তাই রক্ত সংকট মেটাতে এইদিন কাঁথিমহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী প্রথম রক্ত দান করে উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য, মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী, কাঁথি থানার আইসি সুনায়ান বাসু ,মহিলা থানার ওসি অনুষ্কা মাইতি । সহ আরো অনেকে । পঞ্চাশ টার বেশি রক্ত দান হয়েছে ।

No comments