পূর্ব মেদিনীপুর হলদিয়ায় বন্ধ থাকা URAL কারখানার ভেতরে আগুন। কিছুক্ষন এর মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। পাশাপাশি কারখানা ও গ্রাম গুলি তে আগুন ছড়িয়ে পড়ার আগে দমকল এর 6 টি ইঞ্জিন নেভানোর চেষ্টা করছে। ভবানীপুর থানার পুলিশ বাহিনী ও ঘটনাস…
পূর্ব মেদিনীপুর হলদিয়ায় বন্ধ থাকা URAL কারখানার ভেতরে আগুন। কিছুক্ষন এর মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। পাশাপাশি কারখানা ও গ্রাম গুলি তে আগুন ছড়িয়ে পড়ার আগে দমকল এর 6 টি ইঞ্জিন নেভানোর চেষ্টা করছে। ভবানীপুর থানার পুলিশ বাহিনী ও ঘটনাস্থলে পৌঁছেছে। মূলত কারখানার মধ্যে শুকনো ঘাসে আগুন লাগে ও তা ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগলো খুঁটিয়ে দেখা হচ্ছে। ভিডিও দেখতে ক্লিক করুন।

No comments