Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা আক্রান্ত হয়ে প্রৌঢ়ের মৃত্যু

তমলুক থানার বল্লুক গ্রামের করোনা আক্রান্ত এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। তিনি আক্রান্ত পান ব্যবসায়ীর মেজ ভাই। তাঁর হার্টের রোগ ছিল। গত ৭এপ্রিল অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর ৯এপ্রিল তাঁর করোনা পজিটিভ রেজাল…



 তমলুক থানার বল্লুক গ্রামের করোনা আক্রান্ত এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। তিনি আক্রান্ত পান ব্যবসায়ীর মেজ ভাই। তাঁর হার্টের রোগ ছিল। গত ৭এপ্রিল অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর ৯এপ্রিল তাঁর করোনা পজিটিভ রেজাল্ট আসে। করোনা আক্রান্ত হওয়ার পর ওই প্রৌঢ়কে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। এদিন বিধাননগর পুলিস কমিশনারেট থেকে প্রৌঢ়ের মৃত্যুর খবর জানানো হয় পূর্ব মেদিনীপুর জেলা পুলিসকে। তমলুক থানার ওসি সেই খবর দেন শহিদ মাতঙ্গিনী ব্লক স্বাস্থ্য আধিকারিককে। বল্লুক গ্রামটি শহিদ মাতঙ্গিনী ব্লকের মধ্যে পড়ে। জেলাশাসক পার্থ ঘোষ বলেন, করোনা আক্রান্ত ওই প্রৌঢ় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এদিন মারা গিয়েছেন।


No comments