Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলায় নতুন করে করোনা আক্রান্ত ৬ , মোট আক্রান্তের সংখ্যা ১১ হলদিয়ায় ২

করোনা আপডেট-(পূর্ব মেদিনীপুর ) আবারো নতুন করে করোনায় আক্রান্ত হলেন ছয় ব্যক্তি।তাদের মধ্যে চারজন বল্লুক গ্রামের বাসিন্দা এবং দুজন হলদিয়ার বাসিন্দা।জেলার  করোনা আক্রান্তের মোট সংখ্যা ১১।গত ১লা মার্চ তমলুকের বল্লুক গ্রামের   এক প…



করোনা আপডেট-(পূর্ব মেদিনীপুর ) আবারো নতুন করে করোনায় আক্রান্ত হলেন ছয় ব্যক্তি।তাদের মধ্যে চারজন বল্লুক গ্রামের বাসিন্দা এবং দুজন হলদিয়ার বাসিন্দা।জেলার  করোনা আক্রান্তের মোট সংখ্যা ১১।গত ১লা মার্চ তমলুকের বল্লুক গ্রামের   এক পান ব্যবসায়ী করোনায় আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা মোট 14 জন ব্যক্তিকে তমলুক ও পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চেক আপ এর জন্য নিয়ে যাওয়া হয়। পরে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হলে চারজনের করোনা পজিটিভ  রিপোর্ট  পাওয়া যায় ।চারজনই আক্রান্ত পান ব্যবসায়ীর পরিজন ।দ্রুত চিকিৎসার জন্য তাদেরকে ম্যাচ গ্রামের করোনা হাসপাতলে নিয়ে যাওয়া হয় ।অপরদিকে হলদিয়াতে ও আজ নতুন করে 56 বছরের এক মহিলা ও নিজামুদ্দিনের ধর্মীয় সভা থেকে ফেরা 35 বছরের এক যুবকের শরীরে  মিলেছে করোনা পজেটিভ । তাদের দুজনকেই পাঁশকুড়ার মেছো গ্রামে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।জনসাধারণকে আতঙ্কিত না হয়ে লকডাউন এর নির্দিষ্ট নিয়ম মেনে চলতে আওহান জেলা স্বাস্থ্য দপ্তরের ।
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, গতকাল রাতের রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে রিপোর্ট আমাদের হাতে এসেছে তাতে নতুন করে ছয় বেক্তির কোরোনা পজেটিভ ধরা পড়েছে। প্রত্যেকেই পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন।  ভিডিও দেখতে ক্লিক করুন।


No comments