Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনায় খাদ্য বিলি মহিষাদল থানার পুলিশ

; মহিষাদলঃপূর্ব মেদিনীপুরঃ* রাজ্যজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দী সকলে। কলকারখানা সমস্তকিছু একেবারে বন্ধ। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের একেবারে করুন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ফলে দীন দরিদ্র মানুষ এক বেলা খেতে পেলে…




; মহিষাদলঃপূর্ব মেদিনীপুরঃ* রাজ্যজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দী সকলে। কলকারখানা সমস্তকিছু একেবারে বন্ধ। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের একেবারে করুন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ফলে দীন দরিদ্র মানুষ এক বেলা খেতে পেলে অপরবেলা কি খাবে তা নিয়ে ভাবতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পুলিশ। রবিবার মহিষাদল এলাকার প্রায় ১০০ টি পরিবারের হাতে রান্না করা খাদ্য তুলে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। এদিন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস এর নেতৃত্বে এলাকার সমস্ত দিন দরিদ্র দুস্থ মানুষদের হাতে রান্না করা খাদ্য তুলে দেওয়া হয়।  সরকারি নিয়ম মেনে হাতে স্যানিটাইজার মুখে মাক্স পরে এদিন খাদ‍্য বিলি করা হয়। মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস বলেন, "লকডাউনের সময় খেটে খাওয়া মানুষের একেবারে করুন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের হাতে আমরা আজ খাদ্যসামগ্রী তুলে দিলাম। আমরা সাধারন মানুষের পাশে রয়েছি"

No comments