সারা বিশ্বে করোনা ভাইরাস এক মহামারিতে পরিনত হয়েছে। সরকার, পুলিশ-প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসক, থেকে শুরু করে সেলিব্রিটিদের একটাই বার্তা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। সাধারণ মানুষদের সচেতন করতে গাইছে গান, নাটক, গল্প, কবিতা তাদের স…
সারা বিশ্বে করোনা ভাইরাস এক মহামারিতে পরিনত হয়েছে। সরকার, পুলিশ-প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসক, থেকে শুরু করে সেলিব্রিটিদের একটাই বার্তা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। সাধারণ মানুষদের সচেতন করতে গাইছে গান, নাটক, গল্প, কবিতা তাদের সচেতনতামূলক বার্তায়। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণকে সচেতন করতে বেরিয়ে পড়েছেন বিভিন্ন স্থানে স্থানে। তিনি জনকল্যাণের স্বার্থে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর ছাড়ের ব্যবস্থা করেছেন। বাধ্যতামূলক করেছেন কয়েকটি বিষয়ের উপর। গ্রাম অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো ধৈর্য্য হারিয়ে পেটের দায়ে নিজেরা দৈনন্দিন কাজে যুক্ত হচ্ছে। মহামারি পরিস্থিতি তথা লকডাউন উপেক্ষা করে সোশ্যাল ডিসটেন্সিং না মেনে বেরিয়ে পড়ছে নিজেদের কাজে। রাজ্যের রেড জোনে থাকা পূর্ব মেদিনীপুর জেলা গ্রাম অঞ্চলের মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত চকচাঁদপোতা গ্রামের কয়েকজন যুবক তাঁরা অসহায় মানুষদের দান সামগ্রী, দেওয়াল
ও রোড লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার করছে সেই সাথে আজ পথ চলতি মানুষজনদের হাতে তুলে দেন 150টি
সাবান, মাস্ক ও হ্যান্ডবিল। তাদের পাশে দাঁড়িয়েছে এলাকার পঞ্চায়েত সদস্য ও সহ বিশিষ্ট মানুষজন। শ্রীকৃষ্ণ মাইতি বলেন, গ্রাম অঞ্চলের মানুষদের সচেতনত বেশি করে হতে হবে। গ্রামে অঞ্চলের একজনের হতে শুরু করলে তা দ্রুততার সঙ্গে এলাকার ছড়িয়ে পড়বে। তিনি আরো বলেন, আমরা সচেতন করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি এবং অসহায়দের দান সামগ্রী দিয়েছি। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছি, আগামী দিনেও থাকব।
No comments