Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মিড ডে মিলের চাল ডাল আলু কম দেওয়ার অভিযোগ স্বীকার করে নেয় শিক্ষিকা ‌‌কারচুপি

মিড ডে মিলের চাল ডাল আলু কম দেওয়ার অভিযোগ
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের অন্তর্গত মারিশদা থানার বিলাসপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র তেও চাল -ডাল-আলু কম পরিমাণ দেওয়ার অভিযোগ। অভিযোগ ওই কেন্দ্রের শিক্ষিকা গীতা জানার বিরুদ্ধে।…






মিড ডে মিলের চাল ডাল আলু কম দেওয়ার অভিযোগ
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের অন্তর্গত মারিশদা থানার বিলাসপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র তেও চাল -ডাল-আলু কম পরিমাণ দেওয়ার অভিযোগ। অভিযোগ ওই কেন্দ্রের শিক্ষিকা গীতা জানার বিরুদ্ধে। এখানে চাল ২০০ গ্রাম, আলু ২০০ গ্রাম, ডাল ৫০ গ্রাম কম দেওয়ার অভিযোগ। কাউকে এর থেকে আরও কম দেওয়ার অভিযোগ। আজ ঘটনা জানাজানি হয়। ওই শিক্ষিকা কে হাতেনাতে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী রা। ওই শিক্ষিকা কে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।পরে গ্রামবাসী দের চাপে পরে ক্ষমা স্বীকার করে কারচুপি করা চাল ফেরত দেন এই শিক্ষিকা।সংবাদ মাধ্যমের কাছে জানানো হয় মাপ যন্ত্রে ত্রুটির কারনেই এই বিপত্তি।তবে প্রশাসনের কাছে এই বিষয়ে কোন অভিযোগ হয়নি।উল্লেখ্য সরকারী নির্দেশ অনুযায়ী প্রত্যেককে দু কেজি করে চাল ও দু কেজি করে আলু দেওয়া হবে। ভিডিও দেখতে ক্লিক করুন।


No comments