Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

43টি অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের(S.I. OFFICE) কর্মচারী তথা এডুকেশান সুপারভাইজারদের পক্ষ থেকে চেক তুলে দেন জেলা শাষক সন্মানীয় পার্থ ঘোষ হাতে

পূর্ব-মেদিনীপুর জেলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 43টি অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের(S.I. OFFICE) কর্মচারী তথা এডুকেশান সুপারভাইজারদের পক্ষ থেকে সম্মিলিত ভাবে  মোট 25205/- টাকার চেক তুলে দেওয়া হল জেলা শাষক সন্মানীয় পার্থ ঘ…



 পূর্ব-মেদিনীপুর জেলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 43টি অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের(S.I. OFFICE) কর্মচারী তথা এডুকেশান সুপারভাইজারদের পক্ষ থেকে সম্মিলিত ভাবে  মোট 25205/- টাকার চেক তুলে দেওয়া হল জেলা শাষক সন্মানীয় পার্থ ঘোষ মহোদয়ের হাতে। চেক তুলে দেন গোলাম মুসতাফা ও সঞ্জয় সিংহ সহ অনান্যরা। অর্থ সংগ্রহের মুখ্য দায়িত্বে থাকা এডুকেশান সুপারভাইজার চন্দন বাগ বলেন- করোনা মুক্ত সোনার বাংলা গড়তে এই ত্রান রাজ্যের হাত শক্ত করবে বলে আশাকরি।"

No comments