করোনা সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন।এর ফলে বাড়িতে আটকে পড়া হলদিয়ার অসহায় মানুষদের পাশে দাঁড়ালো খঞ্জনচকে হিন্দুস্হান ইউনিলিভারের সহায়তায় 200 টি পরিবারকে হাত ধোয়ার সাবান দেওয়া হলো। সচেতনতা শিবির হিসাবে ঘন ঘন হাত ধোওয়া, মাক্স পর…
করোনা সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন।এর ফলে বাড়িতে আটকে পড়া হলদিয়ার অসহায় মানুষদের পাশে দাঁড়ালো খঞ্জনচকে হিন্দুস্হান ইউনিলিভারের সহায়তায় 200 টি পরিবারকে হাত ধোয়ার সাবান দেওয়া হলো। সচেতনতা শিবির হিসাবে ঘন ঘন হাত ধোওয়া, মাক্স পরা, দূরত্ব বজায় রাখার কথা বলা হলো।
।সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী বাড়ির বাইরে না বেরানোর অনুরোধ জানান।
No comments