Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঝাড়গ্ৰাম সুপার হাসপাতালে চিকিৎসাধীন সিআরপি জাওয়ান

জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন এক সিআরপি জওয়ানকে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, করোনাভাইরাস নিয়ে আগাম সতর্কতা হিসেবেই এমন পদক্ষেপ। যদিও ঝাড়গ্রাম জেলার সি…









জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন এক সিআরপি জওয়ানকে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, করোনাভাইরাস নিয়ে আগাম সতর্কতা হিসেবেই এমন পদক্ষেপ। যদিও ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ প্রকাশ মৃধা বলেন, ‘‘আমরা ওই রোগীকে সাসপেক্ট মনে করছি না। তবে বৃহত্তর স্বার্থে ওই রোগীকে পৃথক ভাবে রাখা হয়েছে।’’ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলায় সিআরপি-র একটি হেডকোয়ার্টারের ওই জওয়ান কর্মসূত্রে জম্মু-কাশ্মীরে ছিলেন। সম্প্রতি তিনি কাশ্মীর থেকে দিল্লি হয়ে ঝাড়গ্রামের হেড কোয়ার্টারে নিজের ব্যাটালিয়নে ফিরে আসেন। কিন্তু ওই জওয়ানের সর্দি-কাশি-জ্বর হয়েছিল। শ্বাসকষ্টের উপসর্গও দেখা দেয়। এই কারণে বুধবার গভীর রাতে সিআরপি কর্তৃপক্ষের তরফে ওই জওয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমে পুরুষ মেডিক্যাল ওয়ার্ডে ওই জওয়ানকে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার চিকিৎসকরা উপসর্গ দেখে ঝুঁকি নিতে চাননি। বিষয়টি জানানো হয় জেলা স্বাস্থ্য দফতরকে। বৃহস্পতিবার রাতে ওই জওয়ানকে পৃথক আইসোলেশনে রাখার সিদ্ধান্ত হয়। হাসপাতালের পাঁচতলায় ঘরে ওই জওয়ানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

No comments