Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেশীয় ছোট মাছ চাষ ও সংরক্ষনের বিষয়ে কর্মশালা হলদিয়ায়

রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় (মেদিনীপুর) এর প্রানিবিদ্যা বিভাগের সৌজন্যে হলদিয়া ব্লক মৎস্য দপ্তরের সহযোগীতায়  জলজ জীব বৈচিত্র্য, জলাশয়ের টেকসই ব্যবহার ও মিষ্টি জলের ছোট দেশীয় শোভাময় মাছ সংরক্ষনের বিষয়ে কর্মশালা অনুষ্…





রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় (মেদিনীপুর) এর প্রানিবিদ্যা বিভাগের সৌজন্যে হলদিয়া ব্লক মৎস্য দপ্তরের সহযোগীতায়  জলজ জীব বৈচিত্র্য, জলাশয়ের টেকসই ব্যবহার ও মিষ্টি জলের ছোট দেশীয় শোভাময় মাছ সংরক্ষনের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল হলদিয়া ব্লকে।  ১৩ই মার্চ ২০২০ শুক্রবার দুটি কর্মশালা অনুষ্টিত হয়। সকালে হলদিয়া ব্লক মৎস্য বিভাগের অফিসে এবং বিকেলে বাড়ঘাসিপুর ব্রতী সংঘ গ্রামীন গ্রন্থাগার প্রাঙ্গনে । দুটি কর্মশালা মিলিয়ে মিলিয়ে মোট পঞ্চাশোর্ধ পুরুষ মহিলা অংশগ্রহন করেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন অধ্যাপক ডক্টর অংশুমান চন্দ ও হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু।

বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করুন



ছোট দেশীয় মাছ কে আকুয়ারিয়ামে রঙিন মাছ হিসেবে চাষ করা যায় । চৌবাচ্চায় চাষ করতে পারলে লাভ জনক ।
ছোট দেশীয় মাছের সংরক্ষন ও চাষের বিষয়ে প্রধানত আলোচনা করা হয়। মাগুর, শিঙ্গি, কই, মৌরলা প্রভৃতি দেশীয় ছোট মাছের চাষ নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি আলোচনায় উঠে আসে কোন পুকুরে কী মাছ চাষ করা হবে, চাষের মেয়াদ কতদিন হবে, কখন বাজার জাত করা হবে এবং এজন্য মোট কত খরচ হতে পারে ইত্যাদী। বাড়ির ছোট ডোবা-পুকুর কিংবা বড় ঘের বা ভেড়িতে মাছ চাষ করতে গেলে এসব বিষয়ে সঠিক পরিকল্পনা থাকতে হবে বলে জানান সুমন বাবু। 
এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন হলদিয়ার বিডিও তুলিকা দত্ত ব্যানার্জী, সভাপতি সুব্রত কুমার হাজরা সহ প্রমুখেরা ।

No comments