Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিনামূল্যে মিলছে হ্যান্ড স্যানিটাইজার! খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার বেলার ভিড় আছড়ে পড়ল

পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ বিনামূল্যে মিলছে হ্যান্ড স্যানিটাইজার! খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার বেলার ভিড় আছড়ে পড়ল এগরার পাঁচরোল বাজারে।করোনাভাইরাসে আতঙ্কে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা হঠাৎ করে বেড়ে গিয়েছে।কিন্তু মানুষ হন্যে হয়ে ঘুরেও …




পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ বিনামূল্যে মিলছে হ্যান্ড স্যানিটাইজার! খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার বেলার ভিড় আছড়ে পড়ল এগরার পাঁচরোল বাজারে।করোনাভাইরাসে আতঙ্কে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা হঠাৎ করে বেড়ে গিয়েছে।কিন্তু মানুষ হন্যে হয়ে ঘুরেও দোকানে স্যানিটাইজার পাচ্ছেন না।আর এই পরিস্থিতিতে পাঁচরোল অঞ্চল তৃণমূল শ্রমিক সংগঠন ঘোষণা করেন, অটো, টোটো, ট্রেকার, লোডিং- আনলোডিং শ্রমিক ও সাধারণ মানুষদের 'মাস্ক' ও 'স্যানিটাইজার' দেওয়া হবে।ওই খবর পাওয়ার মুহূর্তের মধ্যেই শয়ে শয়ে মানুষ ভীড় করেন পাঁচরোল বাজারে।আর সেই ভিড় সামাল দিতে বাজারের মধ্যে রীতিমতো ঘামতে শুরু করেন অঞ্চল তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা।পাঁচরোল অঞ্চল তৃণমূল শ্রমিক সংগঠনের (আইএনটিইউসি) সভাপতি গৌরিশঙ্কর বারিক বলেন, "এই মাস্ক ও স্যানিটাইজার বহু কষ্ট করে আনা হয়েছে।সবাই যাতে পান তাই প্রচেষ্টা করা হচ্ছে।" কিন্তু হঠাৎ করে এত মানুষের জমায়েত স্বাস্থ্য দফতরের নির্দেশিকা উঠেছে শিকেই।সেখানে অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক।স্বাভাবিক ভাবেই প্রশ্নও উঠে গিয়েছে।চন্দন রায় বলেন, "এত ভিড় হবে ভাবতেই পারিনি।নূন্যতম সচেতনতা নেই এখানে।" এত ভিড় প্রসঙ্গে অঞ্চল তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি গৌরিশঙ্কর বারিক বলেন, "এত ভিড় হয়ে যাবে ভাবা যায়নি।তবে করোনাভাইরাস প্রতিহত করতে সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী অটো, টোটো, ট্রেকার, লোডিং- আনলোডিং শ্রমিক ও যাত্রীদের এবং এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়েছে।" কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমীর দাস, সমরেন্দ্র নাথ পাত্র, বনবিহারী মাইতি,  তাপস দাস, বেণুবিনোদ দাস ও বসন্ত জানা প্রমুখ। তবে ভিড়- লাইন- ধাক্কাধাক্কির মধ্যেও অবশ্য যুদ্ধ জয়ের হাসি বহু মানুষের মুখে। মাস্ক ও ১০০ মিলিলিটারের স্যানিটাইজার মিলছে যে!

No comments