Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবেদন খাদ্য কর্মধ্যক সিরাজ খানের রেশন ডিলার দের কাছে । সময় মতো রেশন খুলে রেখে সাধারণ মানুষ কে রেশন দিতে হবে।।

পূর্ব মেদিনীপুরঃ গোটা রাজ্য তথা বিশ্বের আতঙ্কের অপর নাম নোভেল করোনা। আর এই আতঙ্কের মাঝেও সাধারণ মানুষের যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেজন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। SPHH, PHH, AAY সহ বিভিন্ন স্…





পূর্ব মেদিনীপুরঃ গোটা রাজ্য তথা বিশ্বের আতঙ্কের অপর নাম নোভেল করোনা। আর এই আতঙ্কের মাঝেও সাধারণ মানুষের যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেজন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। SPHH, PHH, AAY সহ বিভিন্ন স্তরে এপ্রিল মাস থেকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে এবার সাধারণ মানুষ যাতে রেশন দোকানের সামনে ভিড় না জমান সে ব্যাপারে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলা খাদ্য দপ্তর। রবিবার সাংবাদিকদের সামনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত রেশন দোকান সময় মতো খুলে রেখে সাধারণ গ্রাহক দের রেশন দিতে হবে বলে অনুরোধ করেন। জানিয়ে দেন  মিলবে রেশনিং পরিষেবা। সপ্তাহে নির্দিষ্ট কয়েক দিন রেশন বন্টন করা হলে সাধারণ মানুষের দোকানের সামনে ব্যাপক আকারে ভিড় যায়। যার ফলে করোনা সংক্রামিত হওয়ারও সম্ভাবনা থেকেই। তাই এই ধরনের সিদ্ধান্ত বলে জানান তিনি। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফ থেকে তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের না খেতে পাওয়া মানুষদের জন্য আহারের ব্যবস্থা করবে পূর্ব মেদিনীপুর জেলা খাদ্য দপ্তর। জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন জানান, "প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী করোনা রোধ করতে খুবই ভালো কাজ করে চলেছেন। একদিন গোটা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে।  এছাড়াও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা রেশন দোকানের সামনে ভিড় জমাবেন না"। ভিডিও দেখতে ক্লিক করুন।


No comments