Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বড়িশা স্বামীজি একাডেমী উদ্যোগে নোবেল করোনা ভাইরাস ও লক ডাউন এর সময় গরীব দুস্থ পরিবার দের হাতে চাল ও আলু তুলে দিলেন

নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– কোলাঘাট ব্লকের অন্তর্গত বড়িশা স্বামীজি একাডেমী উদ্যোগে নোবেল করোনা ভাইরাস ও লক ডাউন এর সময় গরীব দুস্থ পরিবার দের হাতে  চাল ও আলু তুলে দিল 2 কিলো চাল ও 2 কিলো আলু তুলে দেন। বিপদের দিনে তো মানুষ…




নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– কোলাঘাট ব্লকের অন্তর্গত বড়িশা স্বামীজি একাডেমী উদ্যোগে নোবেল করোনা ভাইরাস ও লক ডাউন এর সময় গরীব দুস্থ পরিবার দের হাতে  চাল ও আলু তুলে দিল 2 কিলো চাল ও 2 কিলো আলু তুলে দেন। বিপদের দিনে তো মানুষ মানুষকে কেউ দেখে। প্রতিটা মানুষের জাতি ক্ষুধা নিবারণ করতে পারে সেই লক্ষ্যে পৌঁছাচ্ছেন চেষ্টা করছেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু। আজ প্রায় ৮০০ জনের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী। শুধু তাই নয় এই দিন এই মহামারী নোবেল করোনা ভাইরাস সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং বলা হয় প্রশাসনের সহযোগিতা আমাদের করা উচিত প্রশাসন শুধু আমাদের পাশেই থাকবে কিন্তু আমাদেরকে সেই বিষয়ে সচেতন থাকতে হবে যাতে এই মহামারী কে রোধ করা যায়, অন্য দিকে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সাধারণ মানুষ বিনামূল্যে চাল ডাল সহ বিভিন্ন সামগ্রী পাবেন তা আমরা কয়েক দিনের মধ্যেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব, অন্য দিকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে সাধারণ মানুষকে চলা উচিত বাজার ঘাট করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে কোনো মতেই গেদারিং যেন না হয়, সব সময় সম দূরত্বের থাকার আশ্বাসও দেন কোলাঘাট ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু, অন্য দিকে স্বামীজি একাডেমির এক সদস্য জানান সারা বছরই আমরা বিভিন্ন ভাবে সমাজ সেবক মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, তবে এই মহামারী সময়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকবো, তাদের বিভিন্ন সামগ্রী সহ সচেতন ও তার মধ্য দিয়ে সাধারণ মানুষকে এই বার্তা দেব আগামী দিনে যাতে রাজ্য সরকার ও বর্তমান স্বাস্থ্য দপ্তরের কথা অনুযায়ী পদক্ষেপ নেয়, মূলত এই মহামারী নোবেল করোনা ভাইরাসের মোকা বিলায় যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ক্লাব সংগঠনে থেকে শুরু করে সমাজ সেবী সংগঠন গুলো বর্তমান প্রশাসনের সঙ্গে তৎপর তা বলা বাহুল্য।



No comments