Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জৈব জুস ব্যবহার করে গ্রামের গৃহস্থ পুকুরে কম খরচে মাছ চাষ সম্পর্কিত কর্মশালা

জৈব জুস প্রয়োগ  করে গ্রামীণ গৃহস্থ পুকুরে কম খরচে কিভাবে মাছ চাষ করা যায় সে বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হলো সুতাহাটার উর্ধবমাল গ্রামে । উপস্থিত ছিল বাড়ির মহিলারাই। প্রশিক্ষক হিসেবে ছিলেন হলদিয়া ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধি…




জৈব জুস প্রয়োগ  করে গ্রামীণ গৃহস্থ পুকুরে কম খরচে কিভাবে মাছ চাষ করা যায় সে বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হলো সুতাহাটার উর্ধবমাল গ্রামে । উপস্থিত ছিল বাড়ির মহিলারাই। প্রশিক্ষক হিসেবে ছিলেন হলদিয়া ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু। 
 উনার তত্ত্বাবধানে মাছ চাষের এই নতুন পদ্ধতি অবলম্বন করে গ্রামীণ পুকুর গুলো কম খরচে কিভাবে মাছের উৎপাদন করা যায় সেই বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে টাটা পাওয়ার কমিউনিটি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও স্পেড সংস্থা ।





    বাদাম খোল চালের গুঁড়ো ইস্ট চিটাগুড় এই সমস্ত উপকরণ কে নিয়ে কিভাবে জুস করা যায় তা হাতে-কলমে এদিন দেখানো হয়।
 এক ডেসিমেল পুকুরে জৈব জুস তৈরি করতে মাসে মাত্র 30 টাকা খরচ হয়।এর সাথে  প্রতি ডেসিমেল পুকুরে  চল্লিশটা মাছ,  মাসে মাসে চুন লবণ এবং গোবর পচিয়ে সার করে দিলে মাছের উৎপাদন যেমন বাড়ে তেমন খরচ হয় অনেক কম এতে লাভ আছে বেশি।
 বাপন হালদার, মোহন হালদার প্রমুখেরা স্পেড সংস্থার পক্ষ থেকে পুকুরের জল মাটি পরীক্ষার ব্যবস্থা করছেন । আগামীতে চাষ চলাকালীন এরকম কর্মশালা আবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে । ক্লাস্টার এপ্রোচে গ্রামীন গৃহস্থ পুকুরে কম খরচে মাছ চাষের বিষয়ে মহিলারা বেশ উৎসাহিত ।

No comments