পূর্ব মেদিনীপুরঃআন্তর্জাতিক নারী দিবসের পর,বাঙালির রং এর উৎসবের দ্বিতীয় দিনে ভোর সকালে উদ্ধার হল মহিলার মৃতদেহ। পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার পর এগরা দীঘা রাজ্য সড়কের এগরা থানার দোঁবাধী শনি মন্দিরের আইলান এর কাছে সোমবার সকালে ন…
পূর্ব মেদিনীপুরঃআন্তর্জাতিক নারী দিবসের পর,বাঙালির রং এর উৎসবের দ্বিতীয় দিনে ভোর সকালে উদ্ধার হল মহিলার মৃতদেহ। পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার পর এগরা দীঘা রাজ্য সড়কের এগরা থানার দোঁবাধী শনি মন্দিরের আইলান এর কাছে সোমবার সকালে নয়নজুলি থেকে উদ্ধার হল অজ্ঞাত এক বিবাহিত মহিলার ট্রলি ব্যাগ বন্দি মৃতদেহ।তার বয়স প্রায় (২৭) বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করার সময় রাস্তার ধারে একটি নয়নজুলিতে একটি ট্রলি ব্যাগ দেখতে পান।এরপর ঘটনাটি জানাজানি হতেই এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে তাকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।কিভাবে এই মহিলার মৃত্যু হল,কে বা ট্রলি ব্যাগ বন্দি অবস্থায় মৃতদেহ ফেলে গেল তার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।
No comments