হলদিয়াতে প্রয়াসের উদ্যোগে গণ ভাই ফোঁটা! সৌহার্দ্য ও ভালোবাসার উদযাপনে মাতলো শিল্পশহর হলদিয়া। ভাইহীন বোন ও বোনহীন ভাই একে অপরের কপালে ফোঁটা দিয়ে ‘যমের দুয়ারে কাঁটা’ দিলেন।বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়ার দিনে হলদিয়া সুতাহাটা প্রয়াস…
হলদিয়াতে প্রয়াসের উদ্যোগে গণ ভাই ফোঁটা!
সৌহার্দ্য ও ভালোবাসার উদযাপনে মাতলো শিল্পশহর হলদিয়া। ভাইহীন বোন ও বোনহীন ভাই একে অপরের কপালে ফোঁটা দিয়ে ‘যমের দুয়ারে কাঁটা’ দিলেন।বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়ার দিনে হলদিয়া সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগেও গণ ভাইফোঁটা দেওয়া হয় বিশেষ চাহিদা সম্পন্ন এবং অনাথ কিশোর কিশোরী এবং আবাসিক ছেলেমেয়েদের। উদ্যোক্তাদের পক্ষে সুবিমল দাস বলেন, 'প্রায় শতাধিক জনকে ভাইফোঁটা দেওয়া হয়েছে। তাদের মধ্যে আবাসিক পড়ুয়া ছিল পঞ্চাশ জন। ছেলেদের পাঞ্জাবি এবং মেয়েদের শাড়ি দেওয়া হয়েছে। দুপুরে পাত পেড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল।'ভাইফোঁটার সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বাংলা পালকি ব্যান্ড।

No comments