কাঁথিতে ভো*জালি দিয়ে কুপিয়ে খু*ন, গ্রেফতার একপূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার গান্ধী রোডে, গতকাল মধ্যরাতে, কুপিয়ে খুন করা হয়, আজগর মল্লিক, 27, কাঁথি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে, গতকাল রাতে একটি ক্লাবের…
কাঁথিতে ভো*জালি দিয়ে কুপিয়ে খু*ন, গ্রেফতার এক
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার গান্ধী রোডে, গতকাল মধ্যরাতে, কুপিয়ে খুন করা হয়, আজগর মল্লিক, 27, কাঁথি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে, গতকাল রাতে একটি ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই বন্ধু আজগর মল্লিক ও সৌরভ দাস, মিলে নাচানাচি করে, নাচানাচির সময় দুই বন্ধু বিবাদে জড়িয়ে পড়েন, তারপরেই মদ্যপান করেছে বলে এমনটা অনুমান পুলিশের, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ক্লাবের সামনেই অতর্কিতভাবে সৌরভ আজগরকে একটি ভোজালি দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ক্লাবের সামনে আজগর কে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আজগরের।
খবর পেয়ে কাঁথি থানায় কাঁথি থানার পুলিশ এসে সৌরভকে ক্লাবের ভেত র থেকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি সৌরভ ও আজগর এরা দুজনে ভালই বন্ধু ছিল বলে অনুমান, খুন করার পরিকল্পনা ছিল নাকি তাহলে সৌরভের কাছে আগাম ভোজালি এলো কোথা থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।এই ঘটনার পরে সৌরভ কে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ,
তবে কি কারণে খুন বা এই খুনের পেছনে আর কারা কারা জড়িয়ে রয়েছে পুলিশ তদন্তে নেমেছে।
No comments