জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত ১ আহত ২ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা শেরপুর শহর হলদিয়া প্রবেশদ্বার ব্রজলালচকের কাছেই ।বিশেষ সূত্রে জানা যায় হলদিয়া থেকে মহিষাদল গ্রামী বাইকটি যাচ্ছিল তার পিছন দিক থেকেই একটি তেলের ট্যাংকার ধাক…

জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত ১ আহত ২
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা শেরপুর শহর হলদিয়া প্রবেশদ্বার ব্রজলালচকের কাছেই ।
বিশেষ সূত্রে জানা যায় হলদিয়া থেকে মহিষাদল গ্রামী বাইকটি যাচ্ছিল তার পিছন দিক থেকেই একটি তেলের ট্যাংকার ধাক্কা মারে। তৎক্ষণাৎ বাইকটি পড়ে যায় স্পটেই একজন মারা যান দুজন গুরুতর আহত। তাদেরকে এলাকার মানুষ স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ পৌঁছেছেন। মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছেন। ওদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
No comments