Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাম না করে শুভেন্দু কে কটাক্ষ- দিলীপ

নাম না করে শুভেন্দু কে কটাক্ষ- দিলীপ
নাম না করে শুভেন্দু কে কটাক্ষ দিলীপের, দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক বেশি গুণ রিটার্ন করেছে। দিলীপ ঘোষ কোনদিন পার্টি থেকে পদ চায়নি, টিকিট চায়নি। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছি…

 

নাম না করে শুভেন্দু কে কটাক্ষ- দিলীপ


নাম না করে শুভেন্দু কে কটাক্ষ দিলীপের, দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক বেশি গুণ রিটার্ন করেছে। দিলীপ ঘোষ কোনদিন পার্টি থেকে পদ চায়নি, টিকিট চায়নি। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল খালি হাতে যাবে। দিলীপ ঘোষ কাল পার্টি মে নেহিথা, কাল নেহি রহেগা (দল ছাড়া ইংগিত) কিছু লোকের পেটে ব্যথা হয় বিজনেস ধান্দা খারাপ হয়, তারা সমালোচনা করছে। যারা বিজেপির ভোটার নয়, তারাও আমার সঙ্গে সেলফি তোলে।

  সকালে প্রাতঃভ্রবণে সস্ত্রীক বেরিয়ে দিঘার সমুদ্র তটে প্রায় দু কিলোমিটার হাটলেন দিলীপ ঘোষ। স্থানীয় মানুষদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পর্যটক সহ এলাকার মানুষজন দিলীপ ঘোষ কে নিয়ে ব্যস্ত হয় সেলফি তুলতে।

  দীঘার জগন্নাথ মন্দিরে আসা নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমি পার্টির নীতির বাহিরে করিনি, আপনারা শুনেছেন আমি বলেছি মন্দির বয়কট করেছি, নাকি কেউ করতে পারে। রাম মন্দির উদ্বোধনে সাড়ে সাতশ ভিআইপির এসছিলেন, তারা সবাই বিজেপি ছিলেন না। মন্দিরি সবাইকে মেলান, মিলন ক্ষেত্র। ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে মন্দির। মন্দির কে তৈরি করেছে কেউ জানে ? কালীঘাটের মন্দির, তারকেশ্বর মন্দির, রামেশ্বরমের মন্দির কে করেছে আপনারা জানেন? মন্দির ভগবানের কারুর ব্যক্তিগত মন্দির নয়। দীঘার এই মন্দির পাবলিকের ট্যাক্সের পয়সায় হয়েছে, দিলীপ ঘোষের ও পয়সা আছে এতে। আমারও আসার অধিকার আছে। ধন্যবাদ সরকারকে আমাকে ডেকেছিল তাই আসলাম। না হলে পরে আসতাম। জানালেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যের কথা হয়েছে, একে অপরের শারীরিক খোঁজ নিলাম। ওনার সঙ্গে কোনো গোপন বৈঠক করিনি, আমার লোকেরা ও উনার অফিসাররা সঙ্গে ছিল। বহু লোক ক্লোজডোর মিটিং করে, চিরকুট পাঠায়, গোপনে ফোন করে, দিলীপ ঘোষ কে এসব করতে হয় না। দিলীপ ঘোষ কে নিয়ে সাধারণ মানুষের উচ্ছাস আছে, তারা জানে দিলীপ ঘোষ কি! আমি ভিক্ষা করে খাই লোকের বাড়ি গিয়ে খাই। 


No comments