Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!!প্রকৃত তথ্যের অভাবে দীর্ঘ ৭ বছর ৩ মাস আসামী জেল খাটার পর বেকসুর খালাস - হৃষিকেশ

এই মুহূর্তে হলদিয়া আদালতে বড় খবর!প্রকৃত তথ্যের অভাবে দীর্ঘ ৭ বছর ৩ মাস আসামী জেল খাটার পর বেকসুর খালাশ -হৃষিকেশ 
গত ২০১৬ সালে প্রেমের অভিনয় করে প্রেমিকা প্রেমিক কে ডেকেছিলেন ফোনেতে। প্রেমিক আসতেই প্রেমিকার বাবা-মা এবং প্রেমিকা …

 
এই মুহূর্তে হলদিয়া আদালতে বড় খবর!প্রকৃত তথ্যের অভাবে দীর্ঘ ৭ বছর ৩ মাস আসামী জেল খাটার পর বেকসুর খালাশ -হৃষিকেশ 


গত ২০১৬ সালে প্রেমের অভিনয় করে প্রেমিকা প্রেমিক কে ডেকেছিলেন ফোনেতে। প্রেমিক আসতেই প্রেমিকার বাবা-মা এবং প্রেমিকা সকলে মিলে প্রেমিকের হাতে পায়ে বেঁধে যৌনাঙ্গ কেটে নিয়েছিল।

প্রেমিকের বাড়ির সামনে থেকে পুকুর থেকে উদ্ধার হয়েছিল জুতো প্রেমিকের দেহ উদ্ধার হয়েছিল কিছুটা দূরে একটি জঙ্গল ভাঁগাড় থেকে। প্রেমিকের বাবা অভিযোগ দায়ের করেছিলেন ২০১৬ সালে ২ রা জুন ভবানীপুর থানায়।

ভবানীপুর থানার পুলিশ জঙ্গল থেকে উদ্ধার করেছিল মৃতদেহ এবং পুকুরের জল তুলে  জুতো উদ্ধার হয়েছিল এবং একটি সাইকেল উদ্ধার করেছিল বলে জানা যায় । মৃত ব্যক্তির নাম সৌমেন মাইতি বাবার নাম চন্দন মাইতি হলদিয়া পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ড চকদ্বীপা তে বাড়ি।

 প্রেমিকার বাড়ির বড়বাড়ি গ্রামে নাম সুনিতা দোলাই বাবা নাম শঙ্কর দোলাই। অভিযোগের ভিত্তিতে শঙ্কর দোলাই এবং তার স্ত্রী সাবিত্রী দোলাই ২০১৭ সাল থেকে জেল হেফাজতে ছিল। আজ ৩১ শে আগস্ট হলদিয়া মহকুমার আদালতে রায় ঘোষণা হয়। সরকারি উকিল ছিলেন আশীষ পাত্র। শঙ্কর দোলাইয়ের হয়ে লিগেল সেলের পক্ষ থেকে উকিল ছিলেন আইনজীবী  ঋষিকেশ সুকুল তিনি বলেন দীর্ঘ ৪৪ বছর এই পেশাতে রয়েছি এই প্রথম আমার বড় জয় ঐতিহাসিক জয় । মহামান্য কোট নির্দিষ্ট করে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করে এই রায় দিয়েছেন আইনের জয় হয়েছে তবে তিনি বলেন যে পুলিশের অসামঞ্জস্য রিপোর্টের ভিত্তিতে এই জয় হয়েছে।


No comments