অলিম্পিয়াড মেধা অনুসন্ধানে কাঁথির মেয়ে সালঙ্কারার সাফল্যভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/o2MAseq6Xt0চারটি বিষয়ে গোল্ড মেডেল এবং একটি বিষয়ে সিলভার মেডেল।এ যেন সাফল্যের ইতিকথা। অলিম্পিয়াড পরীক্ষায় সাফল্য পেল পূর্ব মেদিন…
অলিম্পিয়াড মেধা অনুসন্ধানে কাঁথির মেয়ে সালঙ্কারার সাফল্য
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/o2MAseq6Xt0
চারটি বিষয়ে গোল্ড মেডেল এবং একটি বিষয়ে সিলভার মেডেল।এ যেন সাফল্যের ইতিকথা। অলিম্পিয়াড পরীক্ষায় সাফল্য পেল পূর্ব মেদিনীপুরের কাঁথির নর্থ পয়েন্ট ডে স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী সালঙ্কারা অধিকারী। সিলভার জোন অলিম্পিয়াড একটি মেধা অনুসন্ধান পরীক্ষা। ইন্টারন্যাশনাল এই পরীক্ষার ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে সালঙ্কারা প্রাপ্তি চারটি বিষয়ে গোল্ড মেডেল এবং একটি বিষয়ে সিলভার মেডেল। পড়াশোনা ছাড়াও অংকন, সঙ্গীত, গ্রাফটিং সব বিষয়ে পারদর্শী ছোট্ট সালঙ্কারা। এই সাফল্যে স্বভাবতই খুশি পরিবার থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
কাঁথির গর্ব হয়ে উঠেছে ছোট্ট সালঙ্কারা। আরো বেশি করে মেধা অনুসন্ধান পরীক্ষা দিতে সে আগ্রহী বলে জানান বাবা সুদীপ অধিকারী ও মা সমাপ্তি অধিকারী। মেইড সাফল্যে তারা খুশি।
প্রত্যেক ছাত্র-ছাত্রী এই ধরনের মেধা অনুসন্ধান পরীক্ষা দেওয়া উচিত বলে মনে করেন তারা। পরীক্ষার মাধ্যমে নিজেদের মূল্যায়ন করা সহজ হয়। সালঙ্কারা অন্যান্য শিক্ষার সাথে সাথে ভালো মানুষ হতে চায়।
কাঁথির গর্ব সালঙ্কারা মন জিতে নিয়েছে কাঁথি শহরবাসী সহ আপামর বাঙালির। শুভেচ্ছার বন্যায় ভাসছে সে।
No comments