Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষীর ভান্ডার প্রকল্পের ফরম ফিলাপের নামে একাউন্ট জালিয়াতি গ্রেপ্তার ১

লক্ষীর ভান্ডার  প্রকল্পের ফরম ফিলাপের নামে  একাউন্ট জালিয়াতি  গ্রেপ্তার ১লক্ষ্মীর ভান্ডারের ৫০০ টাকা পাওয়ার জন্য আবেদন করে নিজেদের একাউন্ট থেকে উধাও হয়ে গেলো ৫০০০ টাকা। এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহিষাদল ব্লকের এক্তারপুরে এলাকায়…

 




লক্ষীর ভান্ডার  প্রকল্পের ফরম ফিলাপের নামে  একাউন্ট জালিয়াতি  গ্রেপ্তার ১

লক্ষ্মীর ভান্ডারের ৫০০ টাকা পাওয়ার জন্য আবেদন করে নিজেদের একাউন্ট থেকে উধাও হয়ে গেলো ৫০০০ টাকা। এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহিষাদল ব্লকের এক্তারপুরে এলাকায়। এলাকার একই পরিবারের ছয়জন মহিলার একাউন্ট থেকে পাঁচজনের ৫০০০ টাকা করে আর একজনে ১৫০০ টাকা মোট ২৬৫০০ টাকা উধাও হয়ে গিয়েছে। অভিযোগ, গত ১৫ ই সেপ্টেম্বর মহিষাদল ব্লকের এক্তারপুর এলাকার দুয়ারে সরকারের শিবির হয়েছিলো। সেই শিবিরে জানা পরিবারের পাঁছ মহিলা তাদের লক্ষ্মীর ভান্ডারের দুটি ম্যাসেজ কেনে ঢুকছে না জানতে যায়। সেখানে তাদের নাম ও ফোন নম্বর নেওয়া হয়। পরের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর বাড়িতে গিয়ে কাগজপত্র নেওয়ার পাশাপাশি  আঙুলের ছাপ নেয়। পরে দেখা যায় তাদের একাউন্ট থেকে ৫০০০ করে টাকা কেটে নেওয়া হয়ছে। একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে জানতে পেরে বিষয়টি মহিষাদল থানায় জানানো হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে মহিষাদলের গোপালপুরের বাসিন্দা তুষার অধিকারী নামক এক যুবককে আটক করেছে পুলিশ।


No comments