পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি সোমনাথ ভূঁইয়া তার পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন জেলা সভাপতি শিশির অধিকারীর কাছে। প্রসঙ্গত ,গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসে নির্বাচিত সোমনাথ ভূঁই…
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি সোমনাথ ভূঁইয়া তার পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন জেলা সভাপতি শিশির অধিকারীর কাছে।
প্রসঙ্গত ,গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসে নির্বাচিত সোমনাথ ভূঁইয়া ।গত কয়েক মাস আগেই জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ঘোষণা করেছিলেন সারা জেলার তৃণমূল কংগ্রেস এবং যুব কংগ্রেসের নেতৃত্বের নাম ।সেই অনুযায়ী হলদিয়া ব্লক উন্নয়ন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন সোমনাথ ভূঁইয়া। তিনি আজ জেলা সভাপতি নিকট তার ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় মিটিং মিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছেন না ।আর সেই কারণেই উক্ত দলের সাধারন সদস্য ও ব্লক সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।তার পদত্যাগপত্র জেলা সভাপতি শিশির অধিকারী এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নিকট পাঠিয়ে দিয়েছেন বলে জানালেন তিনি। আরো বলেন আগামী 2 জানুয়ারি হলদিয়ায় ভারতীয় জনতা পার্টি কর্মীসভা অনুষ্ঠিত হবে সেই কর্মীসভায় সোমনাথ বাবু রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন তার হাত থেকেই ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নেবেন।
No comments