Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চৈতন্যপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে দুঃস্থদের মধ্যাহ্নভোজন এবং দুর্গা প্রতিমা দর্শন

চৈতন্যপুর লায়ন্স ক্লাব উদ্যোগে আজ তাদের বাৎসরিক সভা এবং পঞ্চমীর পূর্ণ লগ্নে এলাকার দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র এবং মধ্যাহ্নভোজন পর শিল্প শহর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ মানুষদের প্রতিমা দর্শন করান।
 …

 




চৈতন্যপুর লায়ন্স ক্লাব উদ্যোগে আজ তাদের বাৎসরিক সভা এবং পঞ্চমীর পূর্ণ লগ্নে এলাকার দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র এবং মধ্যাহ্নভোজন পর শিল্প শহর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ মানুষদের প্রতিমা দর্শন করান।


 সভার শুরুতে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব ডিস্ট্রিক গভর্নর এর উদ্যোগে আজকের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর উদয়নারায়ণ সাহু, ছিলেন এস এন সাতরা, শেখ মজাফফর, এল কে মাইতি মহিষাদল থ্যালেসেমিয়া চেয়ারম্যান শশাঙ্ক শেখর জানা, জোন চেয়ারম্যান লায়ন্স ক্লাব সহদেব প্রামানিক, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ । চৈতন্যপুর লায়ন্স ক্লাবের নতুন কমিটি নির্বাচিত হয়।লায়ন সম্পাদক বিশ্বনাথ সাহু সভাপতি সুব্রত দাস, কোষাধক্ষ্য অচিন্ত্য কুমার মান্না এছাড়াও জয়ন্ত দাস, সোমনাথ দাস, জয় কুমার দে, সমর কুমার সিনহা লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়।


 সভায় লায়ন্স ক্লাবের ২০১৯_২০২০ বিগত বছরের কমিটির কাছ থেকে  চেয়ারম্যানের কাছ থেকে আর্থিক বছরে ২০২০_২০২১ বর্ষের


 চেয়ারম্যান দায়িত্ব বুঝে নেন। লায়ন এস এন সাঁতরা সকল সদস্যদের কাজের মূল্যায়ন এবং আগামী দিনে কি কাজ করতে হবে তার বিশদ ব্যাখ্যা করেন। করোনাভাইরাস মানুষ যখন কোণঠাসা আদালতের নির্দেশ মেনে সমস্ত পুজো মণ্ডপ নো এন্ট্রি । চৈতন্যপুর লায়ন্স ক্লাব এলাকা জীবন্ত দুর্গা এবং শিব তাদেরকে একত্রিত করে নতুন পোশাক পরিহিত করেন  এবং  মধ্যাহ্নভোজন পরে স্থানীয় চৈতন্যপুর এলাকা পূজা মন্ডপ ঘুরিয়ে দেখালেন। নেতৃত্ব দেন ক্লাবের সম্পাদক বিশ্বনাথ সাহু।


No comments